সমাজ অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক
কালধ্বনি
In Search of a decent living
জীবনের অন্বেষণে
সমাজ অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক
কালধ্বনি
In Search of a decent living
জীবনের অন্বেষণে
খুব কি সময় চলে গেল
ঝড় বা বাদলে
পাখি ডাকা ভোর ছুঁয়ে, ঝলসানো রোদে
তারও আগে মধ্য যাম অরুন্ধতী স্মৃতি
যাকে ছুঁয়ে অমৃত আকুতি
কাছে তো ছিলে না তবু দূরত্বের মাপ
শিশিরের ফোঁটা হয়ে গ’লে যায় রাত
সময়ের খেলা - নিকট বা দূরের গান
ক্লান্ত অবহেলা মুছে নেয় মায়া টান
তবুও কি বেঁচে যায়
চলে যাওয়া সময়ের শিকড়ের সুতো
কর্কশ হাওয়া মেখে
দুলে ওঠে যেই
তাহার কপাল ছুঁয়ে ঈষৎ আনত
আকাশে প্রদীপ জ্বলে নক্ষত্র উঠোনে
অমোঘ সময় ডাকে আঁধারের কোনে
অপেক্ষার কাল ততটাই আলোকিত
যেমত সকাল
স্বপ্নের সংকেত, জিলা নদীয়া
সবুজ শরীর ছুঁয়ে জলঙ্গি নদী
ভোরের মোরগ ডাক গোধূলি কীর্তনের
মগ্ন নিমাই পথে হরিনাম ওড়ে
পুরনো ধুলোর রেনু, পলাশী প্রান্তরে
ইচ্ছে পলাশ আজও রোদকে হারিয়ে
ওই ডাকে পথ, নিয়ে চল আজ স্মৃতির দেশ
আশ্রম ছেড়ে আলপথ বেয়ে বুড়ির চুল
ছুঁয়েছে আঙ্গুল, ডাক দিয়ে গেল ছলাৎছল
ভাগীরথী তল ছুঁয়েছে যখন জলঙ্গি জল
তাকেই জড়িয়ে আছে স্মৃতির শিকড়
বর্ষার পাটক্ষেত, ধানশীষে ঢেউ
পুকুরের জলে ডুব, ঘড়া কাঁখে ফেরা
ফুটন্ত ভাতের গন্ধে মাতালের টান, ছাড়িয়ে
কিশোরী রাই বকুলের ফুল -
ওই ডাকে পথ, নিয়ে চল আজ স্মৃতির দেশ
আশ্রম ছেড়ে আলপথ বেয়ে বুড়ির চুল
ছুঁয়েছে আঙ্গুল, ডাক দিয়ে গেল ছলাৎছল
ভাগীরথী তল ছুঁয়েছে যখন জলঙ্গি জল
খুব ভোরবেলা ঝুপসি আঁধারে আমার বাড়ি
চুড়ির শব্দ সামলে দাওয়ায় বেড়ে দেয় ভাত
নত জ্যোৎস্নার চাঁদ ডুবে গেল শিশির মেখে
এই তো সেদিন সদ্য ছেড়েছি বাড়ানো হাত।
স্বপ্নের সংকেত, জিলা নদীয়া
সবুজ শরীর ছুঁয়ে জলঙ্গি নদী
ওই ডাকে পথ, নিয়ে চল আজ স্মৃতির দেশ
আশ্রম ছেড়ে আলপথ বেয়ে বুড়ির চুল
ছুঁয়েছে আঙ্গুল, ডাক দিয়ে গেল ছলাৎছল
ভাগীরথী তল ছুঁয়েছে যখন জলঙ্গি জল।